চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট উদ্বোধন
চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীদের কথা ভেবে হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা গন্তব্যে ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আজ বুধবার দুপুরে একটি ডেডিকেটেড হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিমান জানিয়েছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা ও মদিনা গন্তব্যে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান। চট্টগ্রাম থেকে এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩২১১ আজ বেলা ১টা ৪৫ মিনিটে ৪১৭ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় মদিনা পৌঁছার কথা।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-জেদ্দা গন্তব্যে ৯টি ও চট্টগ্রাম-মদিনা গন্তব্যে দুটি ফ্লাইটসহ এ বছর হজপূর্ব সময়ে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমান জানিয়েছে, চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমানের মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. আবু জাফর প্রমুখ।
অতিথিরা শাহ আমানত বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হজযাত্রী ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।