তারাবিহতে আজ: অষ্টম তারাবিহ
তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা তাওবা, আয়াত: ৯৪-১২৯
এ অংশের বিষয়বস্তু:
বিশ্বাসী নর–নারীরা পরস্পরের বন্ধু। বিশ্বাসীদের জান্নাতের প্রতিশ্রুতি।
মুনাফিকদের আরও বৈশিষ্ট্য।
বিশ্বাসীদের উত্তম গুণাবলি। বিশ্বাসীদের আল্লাহর ক্ষমা ও শুভ পরিণাম। রাসুলের গুণাবলি।
সুরা ইউনুস, আয়াত: ১-১০৯
এ অংশের বিষয়বস্তু:
কোরআন জ্ঞানপূর্ণ কিতাব। মহাবিশ্ব আল্লাহর বিজ্ঞানময়তার সৃষ্টি।
আখিরাত, তওহিদ ও রিসালাতের যুক্তি ও উপদেশ।
নিজ জাতির কাছে নূহ (আ.)-এর দাওয়াত। তাদের অস্বীকৃতি ও ধ্বংস।
ফেরাউন ও তাঁর প্রজাদের কাছে মুসা ও হারুন (আ.)-এর দাওয়াত। তাদের অস্বীকৃতি ও ধ্বংস।
সুরা হুদ, আয়াত: ১-৫
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ তত্ত্বজ্ঞানী ও সর্বজ্ঞ তার কাছ থেকে এসেছে। এর আয়াতগুলো সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে বিশদভাবে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারও উপাসনা করবে না, তাঁর পক্ষ থেকে আমি তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদ বাহক। আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো ও প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদেরকে নির্দিষ্টকালের জন্য উত্তম জীবন উপভোগ করতে দেবেন আর যাঁরা বেশি কর্মনিষ্ঠ তাঁদের প্রত্যেককে তিনি বেশি দেবেন। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিনের শাস্তির। আল্লাহরই কাছে তোমাদের প্রত্যাবর্তন, আর তিনি তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।
আল্লাহ আরও বলেন, সাবধান! ওরা তাঁর কাছে গোপন রাখার জন্য ওদের অন্তরকে ঢেলে রাখে। সাবধান! ওরা যখন নিজেদের কাপড়ে ঢেকে রাখে (অর্থাৎ ওদের অভিসন্ধি গোপন করে) তখন ওরা কী গোপন করে ও কী প্রকাশ করে, তা কি তিনি জানেন না? অন্তরে কী আছে তিনি তো ভালো করেই জানেন।