মৃত্যুর ফেরেশতাকে মুসা (আ.) চড় মারেন

প্রতীকী ছবি

হজরত আবু হুরাইরাহ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

 মালাকুল মাওতকে (মৃত্যুর ফেরেশতা) মুসা (আ.)-এর কাছে তাঁর জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তাঁর কাছে এলেন, তিনি তাঁর চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে ফিরে গিয়ে বললেন, ‘আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না।’

আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো, সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে, তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেওয়া হবে।

আরও পড়ুন

মুসা (আ.) বললেন, হে রব, তারপর কী হবে?

আল্লাহ বললেন, তারপর মৃত্যু।

মুসা (আ.) বললেন, তাহলে এখনই হোক।

সহিহ বুখারি, হাদিস: ৩৪০৭

আরও পড়ুন