এক ছেলেকে নিয়ে দুই নারীর বিবাদ

প্রতীকী ছবি

হজরত আবু হুরাইরাহ (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন।

দুজন নারী ছিল। তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের নারীটি বলল, ‘তোমার ছেলেকে বাঘে নিয়েছে।’ অন্য নারী বলল, ‘না, তোমার ছেলেকে নিয়ে গেছে।’

দুই নারী তখন হজরত দাউদ (আ.)-এর কাছে এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তিনি ছেলেটির বিষয়ে রায় দিলেন। এর পর তারা বেরিয়ে দাউদ (আ.)-এর সন্তান সোলায়মান (আ.)-এর কাছে গিয়ে ব্যাপারটি তাঁকে জানাল। তিনি বললেন, তোমরা একটা ছুরি নিয়ে এসো। ছেলেটিকে আমি দু টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দিই।

আরও পড়ুন

এ কথা শুনে অল্পবয়সী নারী বলে উঠল, ‘তা করবেন না। আল্লাহ আপনার ওপর রহম করুন। ছেলেটি ওর।’

সোলায়মান (আ.) তখন ছেলেটিকে অল্পবয়সী নারীর বলে রায় দিলেন।

 সহিহ্ বুখারি, হাদিস: ৩৪২৭

আরও পড়ুন