পবিত্র শবে মিরাজ পালিত
পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দান-খয়রাত এবং রাত জেগে নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হয়েছে পবিত্র শবে মিরাজ। মহিমান্বিত এই রজনী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গতকাল জোহরের নামাজের পর ‘পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান মো. আবদুল কাদির।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক।
হজরত মুহাম্মদ (সা.)-এর ঊর্ধ্বলোকে পরিভ্রমণের ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার স্মারক দিবস শবে মিরাজ সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) পবিত্র নগরী মক্কা থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন।
মহানবী (সা.)–এর এ সফরেই উম্মতে মোহাম্মদির জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়।