জাবের (রা.)–এর উট
এক সামরিক অভিযান থেকে ফেরার পথে রাসুলুল্লাহ (সা.) খেয়াল করলেন হজরত জাবের (রা.) বৃদ্ধ এক উটের পিঠে সওয়ার হয়ে আছেন। রাসুলুল্লাহ (সা.) ছিলেন সবার আগে, আর জাবের (রা.) সবার পেছনে। রাসুলুল্লাহ (সা.) তাঁর উটের গতি কমিয়ে দিয়ে সবাইকে এগিয়ে যেতে বললেন। রাসুল (সা.) তাঁর উটটির গতি কমিয়ে দিয়ে জাবের (রা.)–এর কাছে এলেন। একপর্যায়ে তাঁরা পাশাপাশি চলতে শুরু করলেন। রাসুল (সা.) তাঁকে জিজ্ঞেস করলেন, মাহইয়াম? এর অর্থ, তুমি ঠিক আছ তো?
উত্তরে জাবের (রা.) বললেন, ‘আমার বাবা মারা গেছেন। তিনি অনেক টাকা ঋণ রেখে গেছেন। আমাকে সাত বোনের দেখাশোনা করতে হয়।’ এরপর তিনি তাঁকে নিজের জীবনকাহিনি শোনালেন।
রাসুল (সা.) লক্ষ করলেন, জাবেরের জামায় একটি শুকনো দাগ। সে সময়ে সুগন্ধি ব্যবহার করলে জামায় তার দাগ লেগে থাকত। রাসুল (সা.) জানতে চাইলেন, এটা কী?
জাবের বললেন, ‘আমি কিছুদিন আগে বিয়ে করেছি।’
এরপর রাসুল (সা.) বললেন, তুমি কি তোমার বয়সী কাউকে বিয়ে করেছ, নাকি বয়স্ক কাউকে?
তিনি বললেন, আমি একটু বয়সী এক নারীকে বিয়ে করেছি।
রাসুল (সা.) বললেন, তোমার বয়সী কাউকে বিয়ে করলে না কেন?
জাবের (রা.) বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি বয়সী একজনকে বিয়ে করেছি। কারণ, আমি আমার বোনদের জন্য তাঁদের মায়ের মতো কাউকে চেয়েছিলাম—যাঁর অভিজ্ঞতা আছে, যিনি বিধবা বা যাঁর সন্তান আছে।
রাসুল (সা.) বললেন, তোমার উটের কী হয়েছে? কেন তুমি সবার পেছনে পড়ে আছ?
তিনি বললেন, ইয়া রাসুলুল্লাহ! আপনি জানেন, আমার বাবা কোনো টাকাপয়সা রেখে যাননি। তিনি ঋণ রেখে গেছেন। আমার কাছে শুধু এই উটটাই আছে।
তখন রাসুল (সা.) আল্লাহর কাছে দোয়া করলেন। উটটি দৌড়ে এগিয়ে যেতে থাকল। জাবের খুশি হয়ে গেলেন।
রাসুল (সা.) বললেন, ‘তোমার উটটি আমার কাছে বিক্রি করো, জাবের।’
জাবের (রা.) বললেন, ‘এটাই আমার একমাত্র উট। আমি আপনার কাছে এটি বিক্রি করতে পারব না। এটাই আমাদের একমাত্র সম্বল। উটটি বিক্রি করে দিলে আমি কিছুই করতে পারব না, ব্যবসা, যাতায়াত কোনো কিছুই না। আমার এ উটটি দরকার।’
রাসুল (সা.) বেশ কয়েকবার বললেন, আমার কাছে উটটা বিক্রি করো।
শেষমেশ জাবের (রা.) বললেন, আচ্ছা আমি আপনার কাছে এটি বিক্রি করব।
রাসুল (সা.) যুক্তিসংগত একটি মূল্য প্রস্তাব করলেন। কারও কারও মতে দু–তিন দিরহাম।
জাবের (রা.) বললেন, ও আল্লাহর রাসুল! এটা যথেষ্ট নয়। তিনি বারবার দরাদরি করতে লাগলেন।শেষে তিনি একটি উটের স্বাভাবিক মূল্যের চেয়ে দশ গুণ বেশি দামে রাজি হলেন।
জাবের (রা.) আরও বললেন, আপনার কাছে বিক্রি করব। কিন্তু উটটিতে চড়ে অন্তত শহর পর্যন্ত যেতে চাই, যেন বাকি পথটা আমার হেঁটে যেতে না হয়।
রাসুল (সা.) বললেন, আচ্ছা।
এরপর জাবের (রা.) চিন্তা করতে শুরু করলেন। নতুন একটি উট কিনতে হবে। নতুন উটটা ভালো হবে কি না জানি না। উটটি বিক্রি করা কি ঠিক হয়েছে, দিন শেষে এটি আমার পরিবারের উট। এটা আমাকে চেনে, আমার পরিবারের সবাইকে চেনে। তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন।
জাবের (রা.) বললেন, ইয়া রাসুলুল্লাহ! উটটি আমি বাইরে বেঁধে রেখেছি।
রাসুল (সা.) বিলাল (রা.)–কে বললেন, তাঁকে ৪০ দিরহাম দিয়ে দাও।
জাবের (রা.) দিরহাম নিয়ে বাইরের দিকে হাঁটা দিলেন।
রাসুল (সা.) বলেন, ‘ও জাবের! কোথায় যাচ্ছ?’
জাবের (রা.) বললেন, ‘বাড়ির দিকে যাচ্ছি, ইয়া রাসুলুল্লাহ (সা.)!’
রাসুল (সা.) বললেন, ‘তোমার উট?’
জাবের (রা.) বলল, ‘ইয়া রাসুলুল্লাহ, এটি আপনার।’
রাসুল (সা.) বললেন, ‘জাবের, তোমার উট তোমার কাছে থাক। উটটা নিয়ে যাও।’ (সহি মুসলিম, হাদিস: ৩৯৯২)