নামাজের সময়সূচি, মার্চ ২০২৪
নামাজের সময়সূচি, মার্চ ২০২৪। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী ঢাকার পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি দেওয়া হল।
ঢাকা জেলার নামাজের সময়সূচি:
ঢাকার বাইরে অন্যান্য জেলার জন্য:
কোনো কোনো জেলার ক্ষেত্রে ঢাকার সময়ের সঙ্গে যোগ বিয়োগের মাধ্যমে আসর ও মাগরিবের সময় নির্ধারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে যোগ বিয়োগের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
বিশেষ করে উত্তরবঙ্গের আসরের সময় ঢাকার সময় থেকে যোগের পরিবর্তে বিয়োগ করতে হতে পারে। (বিস্তারিত জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিভাগওয়ারি "নামাজের স্থায়ী সময়সূচি" দেখা যেতে পারে)
মধ্যাহ্ন বলতে সূর্য ঠিক মধ্য আকাশে বুঝাবে। এই অবস্থা ৩ মিনিটের বেশি নয়। তবে সতর্কতা হিসেবে জোহরের সময়ের ৬ মিনিট আগে থেকে নামাজ পড়বেন না।
এই সময়সূচিতে ফজর, জোহর ও মাগরিবের নামাজের প্রকৃত সময়ের সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩ মিনিট যোগ করা হয়েছে।
তিন সময়ে নামাজ পড়া নিষেধ
ইসলামি শরিয়তে তিন সময়ে নামাজ পড়া নিষেধ:
সূর্যোদয়ের সময় থেকে ২৪ মিনিট পর্যন্ত
জোহরের সময়ের ৬ মিনিট আগে
সূর্যাস্তের ২৪ মিনিট আগে। তবে আসরের নামাজ না পড়ে থাকলে, পড়তে হবে।
সূত্র: ইসলামিক ফাউন্ডেশন