কতদিন থাকবেন মেহমান হয়ে
মেহমান হয়ে অন্যের ঘরে যাওয়ার আগে কিছু করণীয় রয়েছে। আগে জানানো বা পূর্বানুমতি নেওয়া, যেন হঠাৎ বিব্রত না হয় এবং অসময়ে মেহমান হয়ে কষ্টের কারণ না হয়। সালামের মাধ্যমে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। সঙ্গে অতিরিক্ত লোক না আনা। আপ্যায়নের দোষ-ত্রুটি না ধরা। অনুমতি ছাড়া তার ঘর ত্যাগ করা যাবে না।
আরও পড়ুন
হজরত আবু আবু শুরাইহ খুযাঈ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।
রাসুলুল্লাহ (সা.) মেহমানদারি তিন দিন, আর উত্তম মেহমানদারি একদিন–একরাত্রি। কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে থেকে তাকে দিয়ে পাপ করাবে।
সাহাবারা বললেন, হে আল্লাহর রাসুল, কীভাবে সে তাকে দিয়ে পাপ করাবে?
তিনি বললেন, সে (মেহমান) তার কাছে (বেশি দিন) থাকবে, অথচ তার (মেজবানের) এমন সামর্থ্য নেই যা দিয়ে সে তার মেহমানদারি করবে।
মুসলিম, হাদিস: ৪৪০৬
আরও পড়ুন