বিশ্বাসী আর অবিশ্বাসীর পার্থক্যকে তিনি স্পষ্ট করে তুলে ধরেছিলেন
বদর যুদ্ধে এক আনসার সাহাবি হজরত মুসাইব ইবনে উমাইর (রা.) শত্রুপক্ষে থাকা আপন ভাই আবু আজিজ ইবনে উমায়েরকে পাকড়াও করে বাঁধছিলেন। তা দেখে হজরত মুসয়াব (রা.) চিৎকার করে বললেন, ‘তাকে খুব শক্ত করে বাঁধো। তার মায়ের বিপুল সম্পদ। মুক্তির জন্য সে অনেক মুক্তিপণ দেবে।’ এ কথা শুনে মুসয়াব (রা.)-এর ভাই আবু আজিজ বলল, ‘তুমি ভাই হয়ে এ কথা বললে?’ মুসয়াব ইবনে উমাইর (রা.) বললেন, ‘এ মুহূর্তে তুমি আমার ভাই নও। বরং যে আনসারি তোমাকে পাকড়াও করছে, সে আমার ভাই।’
এভাবেই মুসয়াব (রা.) বিশ্বাসী ও অবিশ্বাসীর পার্থক্যকে স্পষ্ট করে তুলে ধরেছিলেন। দেখিয়ে দিয়েছিলেন ইমানের বন্ধন পৃথিবীর সব বন্ধনের চেয়ে দৃঢ়।
উহুদ যুদ্ধের ময়দানে রাসুল (সা.) মুসয়াবকে ডেকে ইসলামের পতাকাটি তাঁর হাতে দিয়েছিলেন। উহুদ যুদ্ধে মুসয়াব এক হাতে সেই পতাকা উঁচু করে ধরে অন্য হাতে তরবারি চালনা করেন। হঠাৎ একজন কাফের এগিয়ে এসে তরবারির এক আঘাতে তাঁর ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে। মুসয়াব (রা.) তখন বাঁ হাতে পতাকাটি তুলে ধরেন। তরবারির অন্য আঘাতে তাঁর বাঁ হাতটিও বিচ্ছিন্ন হয়ে যায়। দুই বাহু দিয়ে মুসয়াব তখন পতাকা তুলে ধরেন। তারপর তাঁকে বর্শা নিক্ষেপ করা হয়। তিনি পতাকাসহ মাটিতে ঢলে পড়েন।
মদিনায় তিনিই জুমার নামাজ কায়েম করেন। অনেক মেধাবী এই সাহাবি তাঁর বেঁচে থাকা অবস্থায় যতটুকু কোরআন নাজিল হয়েছিল, তিনি তা মুখস্থ করেছিলেন।
মুসয়াব (রা.) উহুদ যুদ্ধে শাহাদাতবরণ করেন। যুদ্ধ শেষে মুসয়াব (রা.)-এর লাশ খুঁজে পাওয়া গেল রক্ত ও ধুলাবালুতে একাকার অবস্থায়। রাসুল (সা.) কাঁদতে কাঁদতে কোরআন তিলাওয়াত করতে লাগলেন, ‘ইমানদারদের মধ্যে এমন কিছু লোক আছে, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করে দেখাল। তাদের কেউ (শহীদ হয়ে) তার দায়িত্ব পূর্ণ করেছে আবার কেউ কেউ (শহীদ হওয়ার) প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের নীতি পরিবর্তন করেনি।’ (সুরা আহযাব, আয়াত: ২৩)
তাঁকে কাফন দেওয়ার জন্য পাওয়া গেল শুধু এক টুকরা চাদর। সেটি দিয়ে পুরো শরীর ঢাকা যাচ্ছিল না। রাসুল (সা.) বললেন, চাদর দিয়ে মাথার দিকটা যতটা সম্ভব ঢেকে দিতে, আর বাকি পায়ের দিকে ঘাস দিয়ে দিতে।
রাসুল (সা.) মুসয়াব (রা.)-এর লাশের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। কাফনের চাদরটির দিকে তাকিয়ে রাসুল (সা.) বললেন, ‘আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে সুন্দর আর কেউ ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধূলিমলিন অবস্থায় পড়ে আছ।’