কেনা জমিতে খুঁড়ে পাওয়া গেল সোনা

প্রতীকী ছবি

হজরত আবু হুরাইরাহ (রা.)-এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে।

আল্লাহর রাসুল (সা.) বলেন, এক লোক আরেক লোকের কাছ থেকে একখণ্ড জমি কিনেছিল। ক্রেতা খরিদ করা জমিতে সোনায় ভরা একটা ঘড়া পেল। ক্রেতা বিক্রেতাকে সেটি ফেরত নিতে অনুরোধ করে বলল, আমি তো জমি কিনেছি, সোনা কিনিনি।

বিক্রেতা বলল, আমি জমির সঙ্গে এর মধ্যে যা কিছু আছে সবই বেচে দিয়েছি।

তখন তারা দুহনেই আরেক লোকের কাছে গিয়ে এর মীমাংসা চাইল। তিনি বললেন, তোমাদের কি ছেলেমেয়ে আছে?

আরও পড়ুন

একজন বলল, ‘আমার একটি ছেলে আছে।’

আরেকজন বলল, ‘আমার একটি মেয়ে আছে।’

মীমাংসাকারী বললেন, তোমার মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দাও, আর যে সোনা পেয়েছ তার মধ্য থেকে কিছু তাদের বিয়েতে খরচ করো। বাকি অংশটুকু তাদের দিয়ে দাও।

 বুখারি, হাদিস: ৩৪৭২

আরও পড়ুন