তারাবিতে আজ: দ্বিতীয় তারাবি
তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা আল ইমরান, আয়াত: ১–৯১
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিলের ঘোষণা।
কোরআনের আয়াতের প্রকারভেদ। কোরআন থেকে কারা উপদেশ নেবে, কারা নেবে না।
অবিশ্বাসীদের পরিণতি।
আল্লাহর পথে সংগ্রামকারী, বিশ্বাসীদের ও জ্ঞানীদের গুণাবলি।
ইসলামই একমাত্র ধর্ম।
ইহুদিদের সীমালঙ্ঘন ও ভ্রান্ত ধারণা।
আল্লাহর সার্বভৌত্ব। অনুগতদের প্রতি আল্লাহর অনুগ্রহ।
মরিয়মের জন্ম ও বৃদ্ধি। ঈসার জন্ম ও আহ্বান। বনী ইসরায়েলিদের অবিমৃশ্যতা।
ইহুদি-খ্রিষ্টানদের প্রতি নসিহত।
নবীদের থেকে আল্লাহর অঙ্গীকার গ্রহণ।
ইসলাম ছাড়া অন্য ধর্মগ্রহণকারীদের ক্ষতি।
সুরা বাকারা : ২০৪-২৮৬ আয়াত
এ অংশের বিষয়বস্তু:
বিশ্বাসীদের বৈশিষ্ট্য।
বিশ্বাসীদের জন্য উপদেশ ও বিধান। যুদ্ধের বিধান।
বিয়ে, তালাক, স্তন্যদান, খোরপোষ ও ইদ্দতের বিধান।
আল্লাহর পথে সংগ্রাম ও ত্যাগ–তিতিক্ষার দৃষ্টান্ত।
বিশ্বাসীদের প্রতি আল্লাহর উপদেশ। আয়াতুল কুরসি। আল্লাহ্ মৃতকে জীবিত করেন।
আল্লাহর পথে ধন সম্পদ ব্যয়। দান কীভাবে নষ্ট হয়।
সুদে নিষেধাজ্ঞা। জাকাতের নির্দেশ।
ঋণ দেওয়া–নেওয়ার নিয়ম ও বিধান।
মহাবিশ্বের মালিক আল্লাহ। বিশ্বাসের বিষয়বস্তু। দোয়া।