ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ। সতেরো শতকের শেষের দিকে ভাটিপাড়ার জমিদারদের উদ্যোগে দিল্লি জামে মসজিদের আদলে নির্মাণ করা হয় মসজিদটি। চুন-সুরকির তৈরি এ মসজিদের ওপরে রয়েছে বিশাল আকারের তিনটি গম্বুজ। রয়েছে ছোট-বড় ১৬টি মিনার। সিরামিক পাথরে নান্দনিক কারুকাজে সাজানো মসজিদের দেয়াল।

১ / ১০
দূর থেকে দেখতে যেমন ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ
২ / ১০
মসজিদের রয়েছে তিনটি বিশাল গম্বুজ

মসজিদটির সামনে বিশাল পুকুর ও পাশে পিয়ান নদ। সুদৃশ্য স্থাপনাটি দেখতে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা।

৩ / ১০
এমন দৃষ্টিনন্দন কারুকাজে সাজানো মসজিদের সামনের অংশ
৪ / ১০
মসজিদের ভেতরে প্রবেশের জন্য আছে সাতটি দরজা

কীভাবে যাবেন: সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে পড়বে ভাটিপাড়া। বাস বা সিএনজিতে করে জমিদারবাড়ি জামে মসজিদে যাওয়া যায়।

৫ / ১০
দরজার ওপর নজরকাড়া নকশা
৬ / ১০
মসজিদের বারান্দায় বসে আছেন একজন মুসল্লি
৭ / ১০
বারান্দার ছাদ ও দরজাগুলোর ওপর অপূর্ব নকশা
৮ / ১০
পুকুরে মসজিদের প্রতিবিম্ব
৯ / ১০
মসজিদের সুবিশাল পরিপাটি বারান্দা
১০ / ১০
ঐতিহাসিক স্থাপনাটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা