তারাবিহতে আজ: চতুর্থ তারাবিহ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা আল মায়িদা, আয়াত: ১–৮২

 এ অংশের বিষয়বস্তু:

  • অঙ্গীকার পূর্ণ করার আহ্বান। ইহরাম অবস্থায় শিকারে নিষেধোজ্ঞা।

  • নামাজের জন্য অজু ও তায়াম্মুমের বিধান।

  • বিশ্বাসীদের প্রতি ন্যায়পরায়ণতার নির্দেশ।

  • বনী ইসরায়েলের প্রতি উপদেশ এবং তাদের সীমালঙ্ঘনের ইতিহাস।

  • হাবিল ও কাবিলের বৃত্তান্ত। ভাইকে ভাইয়ের খুনের ঘটনা।

  • বিদ্রোহীদের জন্য বিধান।

  • বিশ্বাসীদের তাকওয়া ও জিহাদ।

  • চুরির শাস্তি।

  • আল্লাহর বিধানে ফয়সালার নির্দেশ।

  • ইহুদি ও খ্রিষ্টানদের পৃষ্ঠপোষক হিসেবে নিতে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন

সুরা আন নিসা, আয়াত: ৮৮–১৭৬

এ অংশের বিষয়বস্তু:

  • মুনাফিকদের ব্যাপারে নীতি।

  • বিশ্বাসীকে হত্যা করা নিষিদ্ধ। ভুলবশত হত্যা করলে তার বিধান।

  • যুদ্ধ, জিহাদ ও হিজরত।

  • সফর কালে নামাজ সংক্ষেপ বা কসর । নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা ।

  • নবীর প্রতি কিতাবের বিধান অনুযায়ী ফয়সালা দেওয়ায় নির্দেশ।

  • আল্লাহর সঙ্গে কারও শরিক না করা ।

  • নারী-পুরুষের দাম্পত্য বিধান।

  • বিশ্বাসীদের প্রতি উপদেশ ও নির্দেশাবলি।

  • মুনাফিকের বৈশিষ্ট্য।

  • ইহুদি-খ্রিষ্টানদের বাহুল্য দাবি-দাওয়া।

  • মুহাম্মদ (সা. ) তাঁর পূর্ববর্তী রাসুলদের মতোই অহি লাভ করেছেন। সব নবী দীন প্রচার করেছেন।

  • উত্তরাধিকারী ওয়ারিশ সংক্রান্ত বিধান

আরও পড়ুন