আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায় না

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এই হাদিসের বিবরণ আছে।

তিনি জানিয়েছেন যে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন। সৃষ্টির কাজ শেষ করার পর আত্মীয়তার সম্পর্ক উঠে বলল, ‘(আমার এই উঠে দাঁড়ানোটা) আপনার কাছে বিচ্ছিন্নতা থেকে আশ্রয়প্রার্থীর উঠে দাঁড়ানো।’

তিনি (আল্লাহ) বললেন, ‘হ্যাঁ, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সঙ্গে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার সঙ্গে সুসম্পর্ক রাখব। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব।’

আরও পড়ুন

সে (রক্তের সম্পর্ক) বলল, ‘অবশ্যই।’

আল্লাহ বললেন, ‘তাহলে এ মর্যাদা তোমাকে দেওয়া হলো।’

এর পর রাসুলুল্লাহ (সা.) বললেন, তোমরা চাইলে (এই আয়াতটি) পড়ে নাও, ‘ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। ওরা তো তারা, যাদের আল্লাহ অভিশপ্ত করে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন।’ (সুরা মুহাম্মাদ, আয়াত: ২২-২৩)

বুখারি, হাদিস: ৪,৮৩০

আরও পড়ুন