দিনাজপুরের সুরা মসজিদ

মসজিদটি এক গম্বুজবিশিষ্ট ও বর্গাকার। এর সামনের ভাগে একটি বারান্দা আছে। পূর্ব পাশ থেকে কয়েক ধাপ সিঁড়ি চত্বর পর্যন্ত উঠে গেছে। সব কোণে অষ্টভুজ স্তম্ভ। মোট স্তম্ভের সংখ্যা ছয়। পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলানবিশিষ্ট প্রবেশপথ আছে। পশ্চিম দিকে আছে তিনটি কারুকাজখচিত মিহরাব। নামাজের কক্ষটি একটি গোলার্ধ আকৃতির গম্বুজে আচ্ছাদিত।

মসজিদটিকে বাইরের শব্দ ও কোলাহল থেকে মুক্ত রাখতে বেষ্টন-প্রাচীরগুলোও যথেষ্ট উঁচু করে নির্মাণ করা হয়েছিল, যা সাধারণত দেখা যায় না।

কীভাবে যাবেন

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা থেকে ছয় কিলোমিটার দূরে সুরা মসজিদ। রিকশা বা অটোরিকশায় যাওয়া যায়।