রাসুল (সা.)–এর মমতা এক সাহাবির প্রতি
ইসহাক ইবনু আমর ইবনু সালীত (রহ.) আবু বারযাহ (রা.)–এর বরাতে বর্ণনা করা হয়েছে যে, নবী (সা.) এক জিহাদে ছিলেন। আল্লাহ তাঁকে গনিমতের সম্পদ দিলেন। তিনি তাঁর সাহাবাদের বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ?
লোকেরা বলল, হ্যাঁ, অমুক, অমুক ও অমুককে।তিনি আবার বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ ?লোকেরা বলল, জিনা।
তিনি বললেন, কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি। তোমরা তাঁকে খোঁজ করো।
তখন নিহতদের মধ্যে তাঁর খোঁজ করা হলো। তাঁরা সাতটা লাশের পাশে তাঁকে পেলেন। তিনি এই সাতজনকে হত্যা করেছিলেন। এরপর শত্রুরা তাঁকে হত্যা করে।
নবী (সা.) তখন তাঁর কাছে এলেন। ওখানে দাঁড়িয়ে বললেন, সে সাতজন হত্যা করেছে। এর পর শত্রুরা তাঁকে হত্যা করে। সে আমার আর আমিও তাঁর। সে আমার আর আমি তাঁর।
এর পর তিনি তাঁকে দুই বাহুর ওপরে তুলে ধরলেন। কেবল নবী (সা.) তাঁকে বহন করলেন। তাঁর কবর খোঁড়া হলে। তিনি তাঁকে কবরে রাখলেন।
বর্ণনাকারী তাঁর গোসলের উল্লেখ করেননি।
মুসলিম, হাদিস: ৬১৩৪