তারাবিহতে আজ: পঞ্চম তারাবিহ

তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা মায়িদা, আয়াত: ৮৩-১২০

এ অংশের বিষয়বস্তু:

  • বিশ্বাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধান।

  • ঈসা (আ.)-এর রিসালাত, মুজিজা ও দাওয়াত।

সুরা আনআম, আয়াত: ১-১৬৫

এ অংশের বিষয়বস্তু:

  • তওহিদ, নবী-রাসুলের কাজ, কোরআন ও আখিরাতের সত্যতার যুক্তি ও প্রমাণ।

  • শিরক থেকে ইবরাহিম (আ.)-এর মুক্তি ও দৃঢ় বিশ্বাসীদের একজন হওয়া।

  • নবীদের সৎ পথে পরিচালনা।

  • আল্লাহর কিতাবের প্রতি অবিশ্বাসীদের জন্য সতর্কবার্তা।

  • মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। ওহির অনুসরণের নির্দেশ।

  • খাবার নিয়ে কিছু বিধান।

  • আল্লাহ কাদের সঠিক পথ দেখান।

  • জিন ও মানুষের প্রতি তওহিদের যুক্তি ও শিরক।

  • হারাম বিষয়ের বিবরণ।

  • কোরআন অনুসরণের আহ্বান।

  • প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের পরিণতি।

  • ভালো কাজের সুফল, সিরাতুল মুস্তাকিমের পরিচয়।

আরও পড়ুন

সুরা আরাফ, আয়াত: ১-১১

এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন অনুসরণের নির্দেশ।

  • আল্লাহর রাসুলদের বিপরীতগামীদের পরিণতি।

  • মানুষের সঙ্গে ইবলিসের দ্বন্দ্ব ও শত্রুতার ইতিহাস।

আরও পড়ুন