ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি
ষষ্ঠ ধাপে ২১৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে ভোটের তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জানুয়ারি। ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।
ইউপি নির্বাচনের এটিই শেষ ধাপ। এরপরও যেসব ইউপিতে নির্বাচন বাকি থাকবে, সেগুলোতে মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে বিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে পাঁচ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরে তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১ হাজার ৭ ইউপিতে নির্বাচন হয়। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ও ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।