রাস্তায় বের হলেই গুম-খুন-ধর্ষণ হচ্ছে: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে। এর জন্য তিনি আইনের শাসনের অভাবকে দায়ী করেছেন।
শনিবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ‘বাংলাদেশ জনদল’ নামের একটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন।
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, রাস্তাঘাট, পুল-কালভার্ট বা বড় বড় অট্টালিকা নির্মাণ অবশ্যই উন্নয়ন। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। দেশের মানুষ দারিদ্র্য, বৈষম্য, দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও বেকারত্ব থেকে এখনো মুক্তি পায়নি।
জি এম কাদের বলেন, টাকার অভাবে অনেকে সন্তানের চিকিৎসা করতে পারেন না।
আবার অনেকেই হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। সুশাসন নিশ্চিত হলে কোনো মানুষ বঞ্চিত হতে পারে না। আইনের শাসনের অভাবে রাস্তায় বের হলেই মানুষ খুন, গুম ও ধর্ষণের শিকার হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসন এবং রাষ্ট্রের সব স্তরে জবাবদিহি নিশ্চিত করে জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করবে।
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দেশের মানুষ হতাশায় নিমজ্জিত, তারা শান্তি চায়, স্বস্তি চায়। দেশের মানুষ উন্নয়ন ও সুশাসনের জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।
সভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও রেজাউল ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।