রাজ্জাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক প্রত্যাশা জামায়াতের
জামায়াতে ইসলামী আশা করে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে তাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে। অবশ্য দল থেকে আবদুর রাজ্জাকের পদত্যাগে জামায়াত ‘ব্যথিত ও মর্মাহত’ হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের বিবৃতিতে এ কথা বলা হয়।
আজ সকালে জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক দল থেকে থেকে পদত্যাগের পরিপ্রেক্ষিতে শফিকুর রহমান এই বিবৃতি দেন।
শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একই সঙ্গে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর একজন সিনিয়র পর্যায়ের দায়িত্বশীল ছিলেন। তাঁর অতীতের সব অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি তার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে।’