২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যে কথা বলতে পারে, লিখতে পারে, সরকার তাকে ভয় করে: মান্না

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজ শনিবার এক প্রতিবাদ সমাবেশে মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেন
ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটা জুলুম। এটা মানুষের কথা বন্ধ করার, লেখা বন্ধ করার একটি আইন। ওই আইন মুশতাক-কিশোর মানেননি। সে জন্য তাঁদের কারাবন্দী করা হয়েছে। তাই মুশতাকের মৃত্যুর ঘটনায় দায় সরকারকে নিতে হবে।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আজ শনিবার এক প্রতিবাদ সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘কারাগারে মুশতাক হত্যার বিচার চাই, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যে কথা বলতে পারে, লিখতে পারে, সরকার তাকে ভয় করে। কারণ, তারা চুরির ঘটনা ফাঁস করে দেয়।’

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক বলেন, নিজেদের চুরি, দুর্নীতি রক্ষার জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে। লেখক মুশতাক হত্যার শিকার হয়েছেন। এই হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। একই সঙ্গে নিবর্তনমূলক ডিজিটাল কালো আইন বাতিল করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ বক্তব্য দেন।