পরিবেশ সন্তোষজনক, তবে পুরো দিন দেখতে চান স্বতন্ত্র প্রার্থী নিজাম
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী (ঘোড়া প্রতীক) মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে পুরো দিনের পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।
আজ বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে সকাল পৌনে নয়টায় ভোট দেন নিজাম উদ্দিন।
ভোট দেওয়া শেষে সকালে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সন্তোষজনক।
নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, কয়েকটি কেন্দ্রে এক রুমে দুটি করে বুথ করা হয়েছে। সেখানে নৌকার দুজন করে এজেন্ট থাকলেও তাঁর একজনের বেশি এজেন্ট থাকতে দেওয়া হচ্ছে না।
নিজাম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি স্বেচ্ছাসেবক দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এতে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন।