নির্বাচনের নামে বিএনপি প্রতারণা করেছে: আ.লীগ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবির প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে নির্বাচন করার নামে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতারা।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আজ শনিবার বেলা একটার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বিএনপি প্রার্থীর সব অভিযোগ উড়িয়ে দেন। তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে।
ভোট গ্রহণ শুরুর তিন ঘণ্টার মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়ান বিএনপির প্রার্থী হাবিবুর রহমান। তিনি নতুন করে ভোট গ্রহণের দাবি জানান। আজ দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘এই ভোটকে ভোট মনে করি না। আমাদের নেতা-কর্মীরা ভোট দিতে যাননি।’
বিএনপির প্রার্থী হাবিবুরের এই অভিযোগের জবাবে এস এম কামাল বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। দিগ্বিদিক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নির্বাচনে প্রার্থী দিয়েও মাঠে নামেনি। নির্বাচনের নামে তাঁরা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। অন্যদিকে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান নির্বাচনের নামে বাণিজ্য করেছেন। তিনি ভোটের নামে বাণিজ্যিক সাফল্য অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন চৌধুরী, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক প্রমুখ।