খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১০ আগস্ট
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি পিছিয়ে আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, এ মামলায় শুনানির দিন ছিল ৯ জুন। তবে করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম সেদিন হয়নি। নতুন করে এসব মামলার শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা ১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় আটটি, যাত্রাবাড়ী থানায় দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।
বর্তমানে এসব মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।