ওয়ার্কার্স পার্টির কংগ্রেস বর্জনের ডাক ৬ নেতার
আগামী ২ থেকে ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস। ওই কংগ্রেস বর্জনের ডাক দিয়েছেন পার্টির ছয় নেতা। এর মধ্যে দুজন পলিটব্যুরোর সদস্য। বাকি চারজন কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা ওই কংগ্রেস বর্জনের ডাক দেন।
বিবৃতিতে সই করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।
বিবৃতিতে বলা হয়, ১৯৯২ সালের ৪ মে ঐক্য কংগ্রেসে গৃহীত মতাদর্শ, নীতি ও কৌশল থেকে পার্টি ক্রমে দক্ষিণপন্থী হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামই হবে পার্টির ভিত্তিমূলক কাজ। পার্টির বর্তমান নেতৃত্ব সেই ভিত্তি ভেঙে তছনছ করে দিয়েছে। ইতিমধ্যে পার্টি তাঁর সংগ্রামী ভাবমূর্তি হারিয়ে ফেলেছে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পার্টি ও তার গণসংগঠনগুলো দুর্বল হয়ে পড়েছে। ১৪ দলের সঙ্গে কর্মসূচিভিত্তিক ঐক্য, হাতুড়ি ছেড়ে নৌকা মার্কায় নির্বাচন ও সরকারে মন্ত্রিত্ব গ্রহণের মাধ্যমে পার্টির নীতি-আদর্শকে জলাঞ্জলি দিয়েছে। এ কারণে পার্টির অগণিত নেতা, কর্মী ও জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আপসকামী নীতি পরিহার করে আদর্শের প্রতি অবিচল থাকতে এই ছয়জন ১০ম কংগ্রেসে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে বলেছেন। অন্যদেরও এই পথ অনুসরণ করার আহ্বান জানান তাঁরা।
প্রসঙ্গত ওয়ার্কার্স পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম পলিট ব্যুরোর সদস্য সংখ্যা ১৫। তবে পলিট ব্যুরোর একজন সদস্য সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস পদত্যাগ করেছেন। বর্তমানে ১৫ জনের কমিটিতে সদস্য আছেন ১৪ জন।