এরশাদের মৃত্যুতে ফখরুলের শোক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকাল পৌনে আটটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান।
বিএনপি মহাসচিব শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৭ জুন সকালে এরশাদ (৮৯) অসুস্থবোধ করলে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি লাইফ সাপোর্ট ছিলেন।
১৯৯০ সালে গণআন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছাড়েন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে। এরপরই বিভিন্ন মামলায় এরশাদ ১৯৯৬ সাল পর্যন্ত কারাগারে থাকেন। ১৯৯৯ সালে বিএনপি এরশাদকে নিয়ে চারদলীয় জোট গঠন করে। তবে সে জোট বেশি দিন টেকেনি। ২০০১–এর সংসদ নির্বাচনের আগেই সে জোট ভেঙে যায়।
আরও পড়ুন:
এরশাদ আর নেই