আন্দোলন আরও বেগবান করবে বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তির জন্য চলমান আন্দোলনকে আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। দলের হাজারো নেতাকর্মী শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি খালেদা জিয়ার ও গণতন্ত্রের মুক্তি চায়। এ কারণে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান তাঁরা। এ দুটি দাবিতে বিএনপি আন্দোলন করছে। এই আন্দোলন আরও বেগবান করা হবে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। আজ দলটি ৪২ বছরে পা দিল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই। অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে গণতন্ত্রের কাঠামোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সে জন্যই বিএনপিকে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে দল-মতকে পুনরুদ্ধার করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে- এই হচ্ছে বিএনপির শপথ।

এর আগে ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার ছাপানো হয়েছে।

জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দোয়া মাহফিলে অংশ নেন নেতা-কর্মীরা।