তালুকদার খালেকের কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোটার উপস্থিতি কম
খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের গগনবাবু সড়কে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেকের বাসা। তিনি এই এলাকার ভোটারও। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
তবে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি বেশ কম। সকাল ৯টা পর্যন্ত পুরুষদের কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪৫টি। ভোটারদের কোনো সারি চোখে পড়েনি।
পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারীদের কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৫। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৪৯টি।
ভোট দেওয়ার পর তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের বলেন, তাঁর ধারণা, দিন শেষে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়তে পারে।
সকালে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, এত সকালে ভোট কম পড়বে, এটাই স্বাভাবিক। সারা দিন সময় আছে। মানুষ ভোট দিতে আসবে।
পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আরিফ উদ্দীন প্রথম আলোকে বলেন, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৫২৫। এখন পর্যন্ত ভোট পড়ার হার খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানান তিনি।
এদিকে ২৩ নম্বর ওয়ার্ডের বিকে ইউনিয়ন ইনস্টিটিউটের তিনটি কেন্দ্র ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে। সেখানেও ভোটার উপস্থিতি তেমন চোখে পড়েনি। ভোট শুরুর আগে ছোট্ট একটি সারি দেখে যায়। তবে আধা ঘণ্টা পর আর সেই সারিও ছিল না।