সরকার দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে: আসাদুজ্জামান

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন। ঢাকা, ২ জুলাইছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, বর্তমান সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে। বাংলাদেশের এক ইঞ্চি জমি ব্যবহার করে ভারতকে রেল করিডর দিতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া শিশু–কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে আসাদুজ্জামান রিপন এ হুঁশিয়ারি জানান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ হয়।

আসাদুজ্জামান আরও বলেন, ‘খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায় নিয়ে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছে। আওয়ামী সরকারপ্রধান ও তাঁদের লোকজন প্রায়ই বলেন, বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। অথচ ফরমায়েশি রায়েও কোথাও বেগম জিয়া টাকা আত্মসাৎ করেছেন, এমন কথা নেই। অথচ তাঁরা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন। যদি বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহি থাকত, তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাঁদের শত বছর জেল হতো।’

সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ১০টি সমঝোতা স্মারকের (এমওইউ) সমালোচনা করেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ওরা যেহেতু বুঝতে পেরেছে বাংলাদেশে জনগণের সরকার নেই, তাঁবেদার সরকার বসে আছে। তাই তারা রেল করিডর, সড়ক করিডর ও নৌ করিডরের নামে বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বাঁধার ষড়যন্ত্র করছে। ফলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপর্যয়ে পড়তে পারে।’

জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন। সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়া, ইশরাক হোসেনসহ সব কারাবন্দীর মুক্তির দাবি জানান।