কোটা ও পেনশনবিরোধী আন্দোলনে বাংলাদেশ জাসদের সমর্থন

বাংলাদেশ জাসদছবি: সংগৃহীত

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের পেনশন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

 গতকাল বৃহস্পতিবার দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার বাংলাদেশ জাসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ জাসদ বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক মনে করে তারা। এ জন্য এই শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি বাংলাদেশ জাসদের নৈতিক সমর্থন রয়েছে। দলটি মনে করে, একটি স্বাধীন কমিশন গঠন করে ছাত্রছাত্রীদের দাবিগুলো বিবেচনায় নিয়ে অপ্রয়োজনীয় কোটা–সুবিধা বাতিল করে মেধাবিকাশের সুযোগ উন্মোচিত করে কোটাব্যবস্থার সংস্কার করা উচিত। শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতায় আনার জন্য বিশেষ বিবেচনা থাকতে পারে।

পেনশন বৈষম্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের বিষয়ে বাংলাদেশ জাসদের বক্তব্য হচ্ছে, সরকারের বৈষম্যমূলক পদক্ষেপের কারণে বিশ্ববিদ্যালয়গুলোয় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সরকার মুখে সর্বজনীনতার নীতি ঘোষণা করলেও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এর আগে যে একই ধরনের পেনশনব্যবস্থা ছিল, তা থেকে সরে এসে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা শিক্ষকদের বিক্ষুব্ধ করেছে। আলোচনার মাধ্যমে এ অচলাবস্থা নিরসনের জোর দাবি জানিয়ে বাংলাদেশ জাসদ শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করে।

 এ ছাড়া বাংলাদেশ জাসদ রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, ব্যাংক লুটপাট, বিদেশ সম্পদ পাচার, সাধারণ মানুষের জীবনযাত্রার দুঃসহ ব্যয় বৃদ্ধিসহ অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির বৈঠকে কর্নেল আবু তাহেরের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে ২০ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। কর্নেল আবু তাহেরের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বেচ্ছাচার, দুর্নীতি, অপশাসন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একইভাবে সারা দেশে দলের নেতা-কর্মীদের কর্নেল তাহের দিবস পালনের আহ্বান জানানো হয়েছে।

 দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, এ টি এম মহব্বত আলী, মঞ্জুর আহমেদ, আবদুল কাদের হাওলাদার, আনোয়ারুল ইসলাম, নাসিরুল হক, বাদল খান প্রমুখ।