বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান তামাশা: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি

মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানকে ‘নোংরা তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা। এ সময় ছাত্রদলসহ বিএনপি সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, ৫-৬ বোতল পেট্রল, বিপুলসংখ্যক লাঠিসোঁটা ও ৬০টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ডিবির এ অভিযানের বিষয়ে রিজভী বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করার যে পুরোনো মাস্টার প্ল্যান তারা (সরকার) বাস্তবায়ন করে আসছে, তার আবার একটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম। এই মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা অভিযান চালিয়েছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘এর উদ্দেশ্য হচ্ছে কোমলমতি ছাত্রদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে আন্দোলন বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে, সেটাকে ভিন্ন খাতে নেওয়া। এ জন্য তারা এখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি নোংরা তামাশার সৃষ্টি করেছে। সেখান থেকে তারা নাকি নানা কিছু উদ্ধার করছে বলে সাংবাদিকদের জানাচ্ছে।’

কোটাব্যবস্থা সংস্কার আন্দোলন ঘিরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনেও তারা বিএনপি এবং ছাত্রদলসহ জাতীয়তাবাদী নেতা-কর্মীদের ওপর জুলুম তথা হামলা-মামলা শুরু করেছে।

আরও পড়ুন