সরি, এটা আপনাদের দায়িত্ব নয়: সংস্কার প্রশ্নে আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীফাইল ছবি

‘সরি, এটা আপনাদের দায়িত্ব নয়। আগামী দিনে বাংলাদেশের মানুষ যাঁদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাঁদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না,’ সংস্কার নিয়ে কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংস্কারের কথা বলে শেখ হাসিনার মতো আবার নির্বাচন না দেওয়ার সুর তোলা হচ্ছে মন্তব্য করে এ কথা বলেছেন তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চিটাগং ক্লাবে সাংবাদিকদের নিয়ে ইফতার ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে নতুন বাংলাদেশ, মানুষের নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, এটাকে রাজনীতিবিদদের ধারণ করতে হবে। শেখ হাসিনার পলায়ন-পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, তা অর্জনে সাংবাদিকদেরাও দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গণতন্ত্রে ফেরার যে সংগ্রাম, তা এখনো শেষ হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে সংগ্রাম শেষ হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। তবে নির্বাচন আয়োজন নিয়ে যেসব ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে, সেটি বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যাঁরা শেখ হাসিনার সুরে আবার কথা বলছেন...। শেখ হাসিনার সুরের লক্ষণ আমি পাচ্ছি যে আমরা এই কাজ করছি, সেই কাজ করছি; আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশে বিনিয়োগের ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি। এসব গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে—আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কী, নির্বাচনের দরকার কী; আমি তো দেশের উন্নয়ন করছি, আপনাদের জন্যই তো কাজ করছি, এই কাজ সেই কাজ করছি। এসব বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল।’

আমীর খসরু বলেন, ‘আবার মনে হচ্ছে, এ রকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এটা সেটা করছি, আমরা চলে গেলে রাজনীতিবিদেরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে...! সরি, এটা আপনাদের দায়িত্ব নয়। আগামী দিনে বাংলাদেশের মানুষ যাঁদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাঁদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না।’

দ্রুত নির্বাচন আয়োজনের দাবি তুলে এই বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে। সরকার গঠন করবে। তাঁরাই আগামী দিনে মানুষের আশা পূরণ করবেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিসহ যাঁরা যুগপৎ আন্দোলনে রাস্তায় ছিলেন, তাঁরা সবাই মিলে ৩১ দফা বাস্তবায়নের ওয়াদা করেছিলেন। ফলে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে সেটি বাস্তবায়ন করবেন। সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদ করবে।

ইফতার ও মতবিনিময় আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। রাজনীতিবিদ ও সাংবাদিকদের সেই পরিবর্তন ধারণ করে কাজ করতে হবে।