শক্তিশালী বিরোধী দল সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেয়: জাকের পার্টির মহাসচিব
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, শক্তিশালী বিরোধী দল থাকলে তারা সরকার পরিচালনায় ভুলত্রুটি ধরিয়ে দেয়। ক্ষমতাসীন দল সেসব ভুলত্রুটি সংশোধন করে দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হলে ময়মনসিংহ জেলা ও মহানগর জাকের পার্টির যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে শামীম হায়দার এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা জাকের পার্টির সভাপতি আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর জাকের পার্টি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদিকা রহিমা সিদ্দিকা প্রমুখ।