নির্বাচনে অংশ নিতে চাপ দেওয়ার অভিযোগ করলেন গণ অধিকারের নেতারা
রেজা কিবরিয়া ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার তাঁদের ওপর নানাভাবে চাপ দিচ্ছে। তবে তাঁরা এই একতরফা নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ বুধবার দুপুরে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে নেতারা এসব কথা বলেন। মিছিলটি বিজয়নগরের কালভার্ট রোড থেকে শুরু হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররমের উত্তর ফটকে গিয়ে শেষ হয়।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘সরকার নানাভাবে চাপ দিচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। লোভও দেখাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই অবৈধ সরকারের অধীনে গণ অধিকার পরিষদ কোনো নির্বাচনে অংশ নেবে না।’
রাজনৈতিক দলগুলোর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে মন্তব্য করে ফারুক বলেন, যারা ইমানের এই পরীক্ষায় পাস করবে, তারা ইতিহাস রচনা করবে, আর যারা সরকারের সঙ্গে আঁতাত করবে, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, কেন্দ্রীয় নেতা শামসুদ্দিন, তারেক রহমানসহ অনেকে।
নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকারের বিক্ষোভ
নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরাও বিরোধী দলের অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। বেলা সাড়ে ১১টায় পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে বিজয়নগরের পানির ট্যাংক মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাঁদের ওপরও নির্বাচনে অংশ নেওয়ার চাপ আছে। তবে যাঁরাই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন, তাঁরাই প্রতারিত হবেন। বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কয়েকজন বক্তব্য দেন।