আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে: এবি পার্টি
জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে গণতন্ত্র হত্যার মাধ্যমে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেছেন, ইতিহাসে এই নির্বাচন কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সোলায়মান চৌধুরী। সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এবি পার্টি।
মানববন্ধনে দলটির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার অভিযোগ করেন, একজন ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত করার লোভে পুরো জাতি দুর্ভিক্ষের হুমকিতে পড়েছে।
যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, গত কয়েক মাসে কম্বোডিয়া, জিম্বাবুয়ে ও উগান্ডার বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা পর্যালোচনা করলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, চলমান নির্বাচনী নাটকের পর কারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে। পাশাপাশি রয়েছে তৈরি পোশাকশিল্প।
মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমান, এম আমজাদ খান, শাহাদাতুল্লাহ, মাসুদ জমাদ্দার, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আবদুল হালিম খোকন প্রমুখ।