বিএনপির নেতা এস এ খালেক মারা গেছেন

বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেকছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

এস এ খালেকের ছোট ছেলে মিরপুরের দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সাজু তাঁর বাবার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার তাঁর বাবাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁকে ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) দেওয়া হয়। আজ বেলা সাড়ে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে দুপুরে এস এ খালেককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এস এ সাজু জানান, আগামীকাল সোমবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এস এ খালেকের প্রথম জানাজা হবে। এরপর মিরপুর শাহী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এস এ খালেক এক সময় ঢাকার মিরপুর এলাকার প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ছিলেন। পরিবহন, আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসা ছিল। সমাজসেবায়ও এস এ খালেকের অবদান আছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এস এ খালেক বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে তিনি প্রথম মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য হন। পরে আবার বিএনপিতে ফেরেন। বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।