গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিল হচ্ছে

নির্বাচন কমিশন

গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বাতিলের বিষয়ে দলটি কোনো বক্তব্য দিতে চায় কি না, তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টির দুই অংশকে আজ বুধবার পৃথক চিঠি দিয়েছে ইসি। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন

ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের শর্তাদি প্রতিপালনের শর্তে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন প্রদান করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে প্রতিটি নিবন্ধিত দলকে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনকে সময় সময় অবহিত করার বিধান রয়েছে।

ইসি সূত্র জানায়, গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক দুই ভাগে বিভক্ত হয়ে দুটি কমিটি কমিশনে আলাদাভাবে দাখিল করেন। উভয় অংশের কাগজপত্রে ঘাটতি ছিল। এ জন্য তাঁদের বাড়তি সময় দেওয়া হয়। পরে তাঁরা আবারও দুই ভাগে কাগজপত্র জমা দেন। পরে ৯ ডিসেম্বর ইসি এ বিষয়ে শুনানি করে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়।

এদিকে দলের এই বিভক্তির কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্রও ইতিমধ্যে বাতিল করেছে ইসি।