পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের সময় সাংবাদিককে উপজেলা চেয়ারম্যানের হুমকি দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠায় ইসি।
ইসি সূত্র জানায়, ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের আগের দিন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের সভা চলাকালে হঠাৎ ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (মিরাজুল ইসলাম) সভাকক্ষে প্রবেশ করেন। তিনি উপস্থিত একজন সাংবাদিককে হুমকি দেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। রিটার্নিং কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধির ঔদ্ধতপূর্ণ আচরণ নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর। এ বিষয়ে নির্বাচন বিধিমালার সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নিয়ে তা নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।
এই নির্বাচনের দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। এর আগে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অনানুষ্ঠানিক পত্র দিয়েছিলেন।