এক ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, ভোটে রাষ্ট্রপতি নির্বাচন

ঢাকার বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংবিধান সংস্কারে প্রস্তাব তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরছবি : সংগৃহীত

সংবিধান সংস্কারে দলের পক্ষ থেকে ১৯টি প্রস্তাব তুলে ধরেছে জাতীয় পার্টি (জাপা)। দলটি সংসদকে প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যাতে একই ব্যক্তি না হয়, সেই ব্যবস্থা আনারও সুপারিশ করেছে তারা।

আজ বৃহস্পতিবার দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাবনা তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, সংবিধানকে আরও জনবান্ধব করতে এবং একক ব্যক্তির বা প্রধানমন্ত্রীর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ হ্রাস করার বিষয়ে অগ্রাধিকার দিয়ে প্রস্তাব তৈরি করেছেন তাঁরা।

অন্তর্বর্তী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে। সরকার ও এই কমিশন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার মিত্র ১৪ এবং জাতীয় পার্টির কাছ থেকে কোনো মতামত নেবে না বলে বলা হয়েছে। সে প্রেক্ষাপটে জাপা সংবাদসম্মেলন করে তাদের দলের প্রস্তাব তুলে ধরল।

জাতীয় পার্টি সংসদ সদস্যদের সংসদের নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোটদানের সুযোগ রাখার জন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদকে পরিবর্তনের প্রস্তাব করেছে। দলটি বলছে, যদি একজন ব্যক্তি যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকেন, তবে সেই ব্যক্তি ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা দেখান এবং স্বৈরাচারী হয়ে ওঠেন। এভাবে বিশ্বের অনেক দেশের সংবিধানে ক্ষমতার শীর্ষে থাকা যেকোনো ব্যক্তির দ্বারা সর্বোচ্চ দুই বার শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশের জন্যও প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই বারের বেশি সেই পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এই বিধান আনার সুপারিশ করেছে তারা।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করা উচিত বলেও মনে করে জাপা। দলটি বলেছে, পঞ্চদশ সংশোধনী বাতিল হলে নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো পুনরায় চালু হবে।

রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে জাতীয় পার্টির প্রস্তাব হচ্ছে, রাষ্ট্রপতির নিয়োগ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, বরং সংসদ সদস্যদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভোটে হওয়া উচিত। এর ফলে রাষ্ট্রপতি মোটামুটি সর্বসম্মত প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকবে। রাষ্ট্রপতি নিয়োগের জন্য তিন–চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট অন্তর্ভুক্ত করার জন্য অনুচ্ছেদ ৪৮ (ক) সংশোধন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, নাজমা আখতার, আলমগীর সিকদার লোটন প্রমুখ।