ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু

ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসাকেন্দ্রের বাইরে লম্বা সারি। সকাল সাড়ে আটটা, বনানী
ছবি : তানভীর আহাম্মেদ

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে কাগজের ব্যালটে।

প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। ঢাকা–১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

ভোটা দিচ্ছেন এক ভোটার। জামিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসাকেন্দ্র, বনানী, ঢাকা
ছবি : তানভীর আহাম্মেদ

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। বিএনপি এই উপনির্বাচনেও অংশ নিচ্ছে না।

ঢাকা-১৭ আসনের নির্বাচনের বিষয়ে কোনো চ্যালেঞ্জ নেই জানিয়ে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গতকাল রোববার সাংবাদিকদের বলেন, তাঁরা আশা করেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ইসি জানায়, আজ দেশের বিভিন্ন জায়গায় ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নির্বাচন হতে যাচ্ছে।

আরও পড়ুন
আরও পড়ুন