আবদুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী
সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার ও শ্রমিক শ্রেণির ঐক্যের আহ্বান
যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত করতে চায়। এটা হতে দেওয়া যাবে না। তাই সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন ও শ্রমিক শ্রেণির ঐক্য গড়ে তুলতে হবে। বিপ্লবী আবদুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কমরেড আবদুল হকের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, আবদুল হক সকল প্রকার সংশোধনবাদের বিরুদ্ধে লড়াই করে এ দেশের কমিউনিস্ট আন্দোলনের মার্ক্সবাদী-লেনিনবাদী ধারা প্রতিষ্ঠিত করে গেছেন। ১৯৭১ সালে আন্তসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রেক্ষাপটে বাংলাদেশ সৃষ্টি হওয়ায় এ দেশে জাতীয় মুক্তি অর্জিত হয়নি। এই ঐতিহাসিক বিশ্লেষণ সামনে এনে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন অগ্রসর করার আহ্বান জানিয়েছিলেন কমরেড আবদুল হক।
নেতারা বলেন, আজকের রাজনৈতিক পটপরিবর্তনেও আন্তসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ক্রিয়াশীল রয়েছে। মুহাম্মদ ইউনূস সরকারের ক্ষমতায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও অগ্রসর করা হয়েছে। যুক্তরাষ্ট্র তার প্রধান প্রতিপক্ষ চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে পরিণত করতে চায়। এ পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি ও শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কমরেড আবদুল হকের মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন ডা. জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভায় অংশ নেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মনসুর হাবীব, লেখক-কলামিস্ট বিডি রহমতুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা হেমায়েত করিম কুমার ও রমিজ উদ্দিন, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, শহীদ বিপ্লবী দেশপ্রেমিক স্মৃতি সংসদের সভাপতি হাসান ফকরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, জাতীয় ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুরুল হাই সোহন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক রহিমা জামাল এবং জাতীয় ছাত্রদলের সহসম্পাদক আমীর হামজা।
এর আগে মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আজ সকাল ৮টার দিকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আবদুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।