টানা ৩৮ দিন ধরে বিএনপি কার্যালয়ে তালা

তালা ঝুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে। নয়াপল্টন, ঢাকা, ৪ ডিসেম্বরছবি: আশরাফুল আলম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আজ সোমবারও তালাবদ্ধ। কার্যালয়ের দুই পাশে রয়েছেন পুলিশের বেশ কয়েকজন সদস্য। দেখা নেই দলটির কোনো নেতা-কর্মীর।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই দিন রাতে বিএনপির সংবাদ সম্মেলনের পর কার্যালয়ে তালা দেওয়া হয়। এর পর থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

এই সময়ের মধ্যে বিএনপির নেতা-কর্মীদের কার্যালয়ে আসতে দেখা যায়নি। অর্থাৎ টানা ৩৮ দিন ধরে বিএনপির কার্যালয়ে একই অবস্থায় রয়েছে।

সরকার পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা নবম দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। আজও বিএনপির নেতা–কর্মীদের কার্যালয়ে আসার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির নেতা-কর্মীরা মূলত গ্রেপ্তার এড়াতেই কার্যালয়ের দিকে আসেন না।

বিএনপির কার্যালয়ের এক পাশে দায়িত্বরত পুলিশদের একাংশ। নয়াপল্টন, ঢাকা, ৪ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম

আজ বিকেলে দেখা যায়, বিএনপি কার্যালয়ের দুই পাশে পুলিশের সতর্ক অবস্থান। কার্যালয়ের সামনের অংশের ফুটপাত দিয়ে সর্বসাধারণের চলাচলের বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যান্য অবরোধের দিনের মতো আজও এই এলাকার গাড়ির দোকানগুলো পুরোপুরি খোলেনি। কেচিগেট টেনে দোকানের অল্প একটু অংশ খোলা রাখা হচ্ছে।