হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তারাছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘মবের মুল্লুক’ অবসানের জন্য নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসন প্রতিষ্ঠা জরুরি। আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঢালাও মিথ্যা মামলার প্রহসনমূলক বিচার বন্ধ করতে হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি এবং জাসদ নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর যথাযথ আইনি প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে বিচারের যে তোড়জোড় চলছে, তা ন্যায়বিচার অস্বীকারেরই নামান্তর বলেও জাসদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। এতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, মোহাম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বাপন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ বক্তব্য রাখেন।