গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরুর আহ্বান বাম গণতান্ত্রিক জোটের
অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ জন্য সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতিসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করতে অবিলম্বে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন জোটটির নেতারা।
আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোট এই আহ্বান জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ।
দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে নির্বাচনে ‘না’ ভোটের বিধানও চালু করার দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাসহ দেশে চলমান লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, নৈরাজ্যজনক ঘটনার সঙ্গে সম্পৃক্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। স্বাধীন নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত ও নিহত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসন করতে হবে। হতাহত ব্যক্তিদের প্রকৃত তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে।
গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ, বলপ্রয়োগের ঘটনার কঠোর সমালোচনা করে গুলিবর্ষণের ক্ষমতা আইন করে বন্ধ করার দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট। বিবৃতিতে আরও বলা হয়, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, মুক্তিযুদ্ধের স্মরণ ভাস্কর্য, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত স্থাপনা ভাঙচুরকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকারি বিভিন্ন পদে ইতিমধ্যে যেসব দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অব্যাহতি দিয়ে সৎ, দক্ষ ও পেশাদার যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।