ছয় দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৭ জনকে বহিষ্কার

বিএনপি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে গতকাল রোববার গাজীপুর ও সাতক্ষীরা জেলা যুবদলের তিনজন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত ছয় দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের মোট ৬৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে শুরু হয় সহিংসতা। দেশের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলো।

গত ছয় দিনে ১৯ জেলা থেকে অন্তত ৬৭ জন নেতা–কর্মীকে বহিষ্কার করছে দলটি। এর মধ্যে যুবদলের ৫০ জন, ছাত্রদলের ১০ জন, বিএনপির ৬ জন ও স্বেচ্ছাসেবক দলের একজন রয়েছেন। এ ছাড়া তিন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৪২ নেতা–কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনজনকে বহিষ্কারের কথা জানানো হয়। সেখানে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল, গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দীন, সাতক্ষীরা জেলা শাখার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সেলিম রেজাকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না এবং নেতা–কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিলকিস জাহানের দলীয় ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ঘরবাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর অবস্থান নেওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান। তিনি বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করতে চাইলে তাঁকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।