তাবলিগে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জামায়াতের উদ্বেগ
তুরাগ তীরে তাবলিগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বুধবার এক বিবৃতিতে তিনি তাবলিগ জামাতের দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গোলাম পারওয়ার বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামাত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে।
জামায়াতে ইসলামীর এই নেতা আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, দেশ ও উম্মাহর স্বার্থে সবাই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সবাইকে শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই।’