এবার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বিএনপির মতবিনিময় কর্মসূচি

বিএনপির দলীয় লোগো

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার পর এবার সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) দলীয় সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।

বৃহস্পতিবার রংপুর বিভাগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের দিয়ে এ মতবিনিময় শুরু হবে। এই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি থাকবেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বেলা তিনটা থেকে মতবিনিময় শুরু হবে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কেন্দ্রীয় নেতা এবং জেলার শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি মতবিনিময় সভায় যুক্ত হবেন।

মতবিনিময় কর্মসূচিতে ২০০১ সাল থেকে এ পর্যন্ত নির্বাচিত বিএনপির সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত ১০টি মতবিনিময় সভা হবে। শুক্র, শনি ও রোববার বাদে সপ্তাহে চার দিন করে মতবিনিময় হবে। এর মধ্যে আগামী ৭ মার্চ পবিত্র শবে বরাতের দিন এবং এর আগে ও পরে মিলে তিন দিন এ কর্মসূচি স্থগিত থাকবে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে বলেন, মতবিনিময়ে সারা দেশে ইউনিয়ন পরিষদের আড়াই থেকে তিন হাজার জনপ্রতিনিধি যুক্ত হবেন। এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা (রাজনৈতিক), যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, জেলা সভাপতি অথবা আহ্বায়ক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব উপস্থিত থাকবেন।

দলের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকারবিরোধী একটি বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্য নিয়ে মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় শুরু করা হচ্ছে।