আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ ইসির
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল হাইয়ের বিরুদ্ধে আদালতে নিয়মিত অভিযোগ (মামলা) করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দিয়েছে ইসি।
গত শুক্রবার নির্বাচন পরিচালনা-১ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শৈলকুপা থানার ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে আনুমানিক বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে মহড়া দেন ও জনমনে ভীতির সঞ্চার করেন। নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আবদুল হাই ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ –এর বিধি ৮ (ক), ১১ (ক) ও বিধি ১২–এর লঙ্ঘন করেছেন। এই বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
চিঠির বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ‘আমরা নির্বাচন কমিশন থেকে পৃথক দুটি নির্দেশনা পেয়েছি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।’