চেয়ারম্যান পদে প্রার্থী ৫, নির্বাহী কমিটির সদস্য পদে ৬১ জন

এ বি পার্টির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের এই ৫ নেতাছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্য পদে (ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল-এনইসি) ৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশন। কমিশনের চেয়ারম্যান ওয়ারেসুল করিমের নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিশন গতকাল মঙ্গলবার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করেছে।

আজ বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৮ ডিসেম্বর এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের ৫ জন নেতা। তাঁরা হলেন বর্তমান আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, পার্টির সাবেক আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, বর্তমান যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বর্তমান সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) ও যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভুঁইয়া।

এ ছাড়া দলের গুরুত্বপূর্ণ পর্ষদ জাতীয় নির্বাহী কাউন্সিলের ২১টি সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মোট ৬১ জন। একজন প্রার্থীর ব্যপারে আপত্তি আসায় কমিশন সেটা যাচাই-বাছাই ও শুনানি শেষে তাঁর মনোনয়ন বৈধ হিসেবে নিষ্পত্তি করেছে।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর ছিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ ১১ ডিসেম্বর মনোনয়নপত্র–সংক্রান্ত আপত্তি দাখিল ও ১২ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র–সংক্রান্ত আপত্তি বিষয়ে শুনানি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

২০২০ সালের ২ মে এবি পার্টি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। চলতি বছরের ১৯ আগস্ট দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। ৪ বছর পেরোনোর আগেই এই প্রথম প্রস্তাবিত গঠনতন্ত্রের আলোকে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতৃত্বে এত দিন দলটি পরিচালিত হয়ে আসছিল।