বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়াল ইসি

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের (আজ) মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি আবেদনের সময় বাড়িয়েছে বলে জানান অশোক কুমার। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ–সংক্রান্ত আবেদন করেছে। ইসি ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছে ইসি। এর মধ্যে সংস্থা আছে চারটি।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৪৪ জন পর্যবেক্ষক/সাংবাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছেন।